শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। খুব খারাপ করেননি বোলাররা। আইসিসি র্যাঙ্কিংয়েও পড়েছে সেটির প্রতিফলন। ব্যাটসম্যানদের বেশিরভাগই পিছিয়েছেন র্যাঙ্কিংয়ে, এগিয়েছেন বোলাররা।
ম্যাচে দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ১০ ধাপ। উঠেছেন ৪৯তম স্থানে। দুই ইনিংসেই ৪টি করে উইকেট নিয়ে তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। উঠেছেন ক্যারিয়ার সেরা ৩৪তম অবস্থানে।
চার বছর পর দলে ফিরে আব্দুর রাজ্জাক নিয়েছেন পাঁচ উইকেট। র্যাঙ্কিংয়ে ফিরে এসেছেন ৯৫তম স্থান দিয়ে।
ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল, সাম্প্রতিক সময়ে যা যথেষ্টই বিরল। সেটির খেসারত দিতে হয়েছে এই ওপেনারকে। ৫ ধাপ পিছিয়ে নেমেছেন ২৬ নম্বরে।
তিন ধাপ পিছিয়ে মুশফিকুর রহিম নেমেছেন আটাশে। তিন ধাপ পিছিয়েই তিরিশে মুমিনুল হক। ছয় ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহর অবস্থান ৫৪তম। আর সাব্বির রহমান পিছিয়েছেন ১৭ ধাপ, চলে গেছেন একশর বাইরে (১০৪তম)।কিন্তু বরাবরের মত প্রথম স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
No comments:
Post a Comment