৭১ জন যাত্রীসহ রাশিয়ায় বিমান দুর্ঘটনা। - Newspress24

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, February 11, 2018

demo-image

৭১ জন যাত্রীসহ রাশিয়ায় বিমান দুর্ঘটনা।

Responsive Ads Here
maxresdefault

রাশিয়ার রাজধানী মস্তো ডমোদিদোভো বিমান বন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই এন্টোনভ এএন-১৪৮ বিমানটি বিধ্বস্ত হয়।রাশিয়ার কয়েকটি স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আলজাজিরা টিভি নিউজটি করেছেন।বিমানটি মস্কো থেকে অরস্ক শহরে যাওয়ার উদ্দ্যেশে যাত্রা করেছিল।বিমানটিতে মোট ৭১ জন যাত্রী ছিল।
কয়েক গ্রুপ উদ্ধারকারীগন ইতিমধ্যে মস্কোর বাহিরের রামেন্সকি শহরে সম্ভাব্য দুর্ঘটনা স্থলে পৌছেছেন বলে নিশ্চিত করেছেন রাশিয়ার জরুরী মন্ত্রনালয়ের প্রতিনিধি ।
সুত্রঃ আল জাজিরা ইংলিশ 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages