Green Climate Movement রাজৈর থানার কমিটি অনুমোদন। - Newspress24

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 11, 2018

Green Climate Movement রাজৈর থানার কমিটি অনুমোদন।

সুন্দর,স্বাস্হ্যকর পরিবেশ সংরক্ষণ, দূষণ-ধ্বংসরোধ,সবুজ-সোনার বাংলা বিনির্মানে তরুণ-তরুণীরা ব্যাপক আগ্রহী।”Green Climate Movement” একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে অনন্য সাধারণ ভূমিকা পালন করবে।মাটি-পানি-বায়ু’সহ সকল প্রকার দূষণ প্রতিরোধে দেশের মানুষদের আমরা সচেতন করবো।নদ-নদী,খাল-বিল,জলাশয়,পাহাড়’সহ সকল প্রকার অবৈধ দখলের বিরুদ্ধে গণ-জাগরণ তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।কার্বন,ধূলি,ধোয়া,শিল্প বর্জ্য ইত্যাদি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আশার জন্যে সরকার কে অনুরোধ জানানো।
               ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রায় প্রতিবছর প্রতিকূল আবহাওয়া সম্মুখীন হয়।ঝড়-বৃষ্টি,অতিবৃষ্টি,অনাবৃষ্টি ইত্যাদি আমাদের জীবনকে বিপন্ন করে তুলছে।এর সাথে যোগ হচ্ছে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি।শিল্প উন্নত দেশগুলি আরো উন্নতির জন্যে অতিমাত্রায় কার্বন নি:শরণ করছে,পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে চলছে।শিল্প বর্জ্যের ভাগাড বানাচ্ছে পৃথিবীটাকে।বিশ্ব পরিবেশ দূষণের জন্য বাংলাদেশ দায়ী নয়।উন্নত বিশ্বের জন্য আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।বিশ্ব জলবায়ু তহবিল থেকে ক্ষতিপূরণ বাবদ আমরা অনুদান চাই।অনুদান আদায়ে “Green Climate Movement” ব্যাপক প্রচার চালাবে।
     “Green Climate Movement”বাংলাদেশের অন্যতম জেলা মাদারীপুরের রাজৈর থানার সভাপতি পান্না মুন্সী , সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ’সহ নব-গঠিত কমিটির সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন Green Climate Movement (GCM) এর মুখপাত্র এবং বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক জনাব দেলোয়ার হোসাইন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages