কয়েদির পোশাক পড়েছেন খালেদা জিয়াঃ আইজি প্রিজন - Newspress24

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, February 11, 2018

demo-image

কয়েদির পোশাক পড়েছেন খালেদা জিয়াঃ আইজি প্রিজন

Responsive Ads Here

FB_IMG_1518380407036

অন্য সব সাধারণ আসামীদের মত খালেদা জিয়াও কয়েদিদের পোশাক পরেই কারাগারে রয়েছেন।রবিবার এক প্রেসব্রিফিং করে  সাংবাদিকদের এই তথ্য জানান আইজি প্রিজন।তিনি বলেন ২০০৬ সালের কারা কোডের বিধান মতেই তার জন্য প্রয়োজনীয় সব ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।২০০৬ সালের বিধানে সাবেক রাষ্ট্রপতি ও সংসদ সদস্যদের প্রথম শ্রেনীর কথা বলা থাকলেও সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে কিছু বলা নাই।

তাই তার সাথে সাধারণ কয়েদিদের মতই ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।তিনি আরো বলেন ডিভিশনের কোন নির্দেশনা এখনো আমাদের হাতে এসে পোছায়নি।খালেদা জিয়ার ব্যাক্তিগত গৃহকর্মী ফাতেমাকে এক ঘন্টা রেখে ফেরত দেওয়া হয়েছে।

তার স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন ডাক্তার ও একজন নার্স রয়েছেন।তবে প্রয়োজনে বিশেষঙ্গ ডাক্তারের ব্যাবস্থাও করা হবে।জেল কোড মেনেই তাকে খাবার দেওয়া হচ্ছে। এছাড়া তার আত্মীয়স্বজনরা ও খাবার দিয়ে গেলে তাও রাখা হচ্ছে।
 সূত্রঃ বাংলাদেশ প্রেস

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages